
Message from Principal
২০১৮ সালে প্রতিষ্ঠিত ন্যাশনাল রেসিডেন্সিয়াল কলেজ। ন্যাশনাল রেসিডেন্সিয়াল কলেজ রাজনীতি ও ধুমপানমুক্ত
ব্যাতিক্রমধর্মী একটি প্রতিষ্ঠান। আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে এখানে শিক্ষার্থীদের বিজ্ঞান, মানবিক ও
ব্যবসায় শিক্ষা শাখায় অধ্যয়নের সুযোগ-সুবিধা রয়েছে।
কলেজের প্রধান লক্ষ্য বিশ্বায়ন ও একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় তাত্ত্বিক শিক্ষাকে বাস্তবতার সাথে সমন্বয়
করে পাঠদানের মাধমে শিক্ষার্থীদেরকে যোগ্য করে তোলা। সে লক্ষ্যে ন্যাশনাল রেসিডেন্সিয়াল কলেজ
Academic Calendar and Course Plan অনুযায়ী সিমেস্টার পদ্ধতিতে শিক্ষাক্রম পরিচালিত হচ্ছে। এখানে
নিয়মিত সাপ্তাহিক, মাসিক ক্লাস টেস্ট, মডেল টেস্ট ও সিমেস্টার পরীক্ষা অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের চূড়ান্ত
সাফল্যের লক্ষ্যে সামগ্রিক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হচ্ছে একজন শিক্ষার্থীকে শুধু
পুঁথিগত বিদ্যায় সীমাবদ্ধ না রেখে সামগ্রিক বিকাশের লক্ষ্যে সুশিক্ষিত ও স্বশিক্ষিত করা - যাতে একজন শিক্ষার্থী
সুপ্রতিষ্ঠিত হতে পারে।
ন্যাশনাল রেসিডেন্সিয়াল কলেজে সমাবেশ ঘটানো হয়েছে নৈতিকতা সম্পন্ন উন্নত ও তারুণ্যদীপ্ত আধুনিক চিন্তা
চেতনায় সম্মৃদ্ধ একদল উদ্যোমী আদর্শ শিক্ষক। শিক্ষার্থীরা তাঁদের আন্তরিক সহযোগিতা ও সংস্পর্শে খুঁজে পায়
সঠিক পথের দিশা। সম্প্রীতির নবচেতনায় উদ্বুদ্ধ হয়ে আজ আমরা কাক্সিক্ষত ফল লাভে বদ্ধ পরিকর। সামগ্রিক
বিচারে ন্যাশনাল রেসিডেন্সিয়াল কলেজ হচ্ছে দেশের এমন একটি আদর্শ বিদ্যাপীঠ, যেখানে শিক্ষক ও
শিক্ষার্থীদের মূল লক্ষ্য হলো জ্ঞানার্জন এবং তা বাস্তবে প্রয়োগ করে সাফল্য লাভ করা।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ন্যাশনাল রেসিডেন্সিয়াল কলেজ পরিচালনা বোর্ডের সার্বিব তত্ত্বাবধানে ছাত্র-শিক্ষক,
অভিভাবকসহ সকলের সহযোগিতায় ন্যাশনাল রেসিডেন্সিয়াল কলেজ অল্প সময়ের ব্যবধানে বিশ্বমানের আদর্শ
কলেজ হিসেবে স্বীকৃতি লাভে সক্ষম হবে। ইতোমধ্যে আমরা কিছুটা এগিয়েছি। আল্লাহ্ আমাদের সহায় হউন।
আমিন।
অধ্যক্ষ
ন্যাশনাল রেসিডেন্সিয়াল কলেজ